লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কার্ভাডভ্যানের ধাক্কায় মো. হাতিম (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর একটার দিকে আমিরাবাদ বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাতিম স্থানীয় জাহিদ হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি কলেজের ছাত্র বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি আহসান হাবিব।
আহসান হাবিব বলেন, হাতিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
কার্ভাডভ্যানটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি আহসান হাবিব।