সীতাকুণ্ডে কাভার্ডভ্যান উল্টে গিয়ে চালক ও সহকারী আহত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাড়বকুণ্ড এলাকার আর আর জুট মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নির্মাণ সামগ্রী বোঝাই কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রাম আসছিল। বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও সহকারী আহত হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে মালামাল বোঝাই কাভার্ডভ্যান দুর্ঘটনায় চালক ও তার সহকারী আহত হয়েছে।