অন্যান্য

অবরোধের বিরুদ্ধে বাস মালিক-শ্রমিক সমিতির মিছিল

ঢাকা: বিএনপি ও সমমনা দলগুলোর সরকার পতনের এক দফা দাবিতে চলমান সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহাখালী বাস টার্মিনাল মালিক শ্রমিক সমিতি।

সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ‘সন্ত্রাস, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে’ এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানায় তারা।

এদিন দুপুর ১২টায় একটি মালিক-শ্রমিক সমিতির নেতৃত্বে মিছিল টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে৷এ সময় শ্রমিকরা ‘আগুন সন্ত্রাসের হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বিএনপি জামাত আমাদের কর্মে আঘাত এবং গতকাল নাবিস্কোতে গাড়ি পোড়ানোর বিরুদ্ধে আমাদের এই অবস্থান। যেহেতু আমাদের শ্রমিকরা কর্মহীন হয়ে গেছে তাই আমাদের এই প্রতিবাদ। আমরা এই অবরোধ প্রত্যাখ্যান করলাম।

মিছিলে মালিক-শ্রমিক সমিতির আনুমানিক ৩ শতাধিক সদস্য অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *