অবরোধে নাশকতা ঠেকাতে যাত্রীদের ছবি তুলছে পুলিশ
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে।
অবরোধকে কেন্দ্র করে আগের রাতে রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।যে কারণে সকাল থেকে রাজধানীর সড়কে গণপরিবহনের সংকট রয়েছে।তবে অবরোধে বাসে অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে যাত্রীদের ছবি তুলে রাখার কথা জানিয়েছিল ডিএমপি।
যার অংশ হিসেবে বিভিন্ন সড়কের মোড়ে বাস থামিয়ে তল্লাশি, যাত্রীদের ভিডিও ধারণ করছে পুলিশ। এছাড়া মোবাইল ফোন চেক করার অভিযোগও করেছেন অনেকে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকেই কারওয়ান বাজার, বিজয় সরণিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের এ কার্যক্রম দেখা গেছে। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজধানীবাসী।
কারওয়ান বাজার এলাকায় বাসের যাত্রী তাসনিম আলম সাকিব বলেন, আমি শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে ফার্মগেট থেকে বাসে উঠেছি। কারওয়ান বাজার আসতেই দেখি প্রতিটি বাস পুলিশ থামাচ্ছে এবং ভিডিও করছে। এক পর্যায়ে আমাদের বাসে এসেও সবার ভিডিও করা হয় এবং কয়েকজনের মোবাইল নিয়ে চেক করা হয়।