খেলা

অভিজ্ঞ কোহলির উপর আস্থা রোহিতের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সবচেয়ে অভিজ্ঞদের একজন ভিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটারের ওপর নিঃসন্দেহে আলাদা করে দৃষ্টি থাকবে সবার। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য ব্যাটিংয়ে রানের দেখা পাননি কোহলি। রান না পেলেও ‘কিং কোহলির’ অভিজ্ঞতার উপর আস্থা রাখছেন রোহিত শর্মা।

বেশ কয়েকটি ইনিংসের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেও পুরো আইপিএল জুড়েই ছন্দে ছিলেন কোহলি। বেঙ্গালুরুকে এলিমিনেটরে তুলতে ১৫ ইনিংসে ব্যাটিং করে ১৫৪.৬৯ স্ট্রাইক এবং ৬১.৭৫ গড়ে ৭৮১ রান করেছেন তিনি। যেখানে ৫ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার।

কোহলি বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেননি। পারফর্ম করতে পারেননি প্রথম ম্যাচেও। তারপরেও রোহিত কোহলিকে নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। ভারতীয় অধিনায়ক বলেন, বাংলাদেশের বিপক্ষে সে খেলেনি। কিন্তু এই ম্যাচের আগে সে যথেষ্ট অনুশীলন করেছে। আর যে পরিমাণ অভিজ্ঞতা তার আছে, সারা বিশ্বে খেলেছে, বড় টুর্নামেন্টে খেলেছে, আমার মনে হয় কোনও কিছুই এটাকে হার মানাতে পারবে না।

রোহিত আরও বলেন, ম্যাচ জেতার জন্য আমি একজন বা দু’জনের ওপর নির্ভর করতে চাই না। আমার মনে হয়, আমাদের ১১ জনেরই অবদান রাখতে হবে। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, যারা আমাদের জন্য মূল ভূমিকা পালন করবে। কিন্তু আমি মনে করি, প্রত্যেকেরই যেভাবে সম্ভব তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *