জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে বিজিবি মোতায়েন

হরতালের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে র‌্যাব জানিয়েছে, হরতালের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৬০টিসহ সারাদেশে র‌্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ সকালে রাজধানীতে একটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সকালে কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে আগুন দেওয়া হয়। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুন নির্বাপণ করে।এদিকে, সকালে রাজধানীর কুড়িল ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে গতরাতে রাজধানীতে পাঁচটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যার পর থেকে রাত ১২টার মধ্যে রাজধানীর আগারগাঁও তালতলা, গুলিস্তানের কাপ্তানবাজার, ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মদপুরে পাঁচ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে শনিবার মধ্যরাতে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে থেমে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *