রাজনীতি

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশ ও মানুষের উন্নয়ন হয়’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন সরকার উন্নয়ন ও শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্ব ক্ষে‌ত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের অগ্রগতিই প্রমাণ করছে আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার।’

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে নারায়ণগ‌ঞ্জে ‘পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভ‌বিষ্যৎ উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘যারা আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দেবেন, তাদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদে পাঠদানের জন্য সারা দেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক।’

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার খেলাধুলায় বিশেষ নজর দিয়েছে। বাংলাদেশের সাফল্য বিশ্ব দরবারে ফুটে উঠেছে।’

পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হকের সভাপ‌তিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, বীর মু‌ক্তিযোদ্ধা অ্যাডভোকেট তারাজ উদ্দীনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *