চট্টগ্রাম

আবাসিকের গ্যাস লাইন বাণিজ্যিকে, উচ্ছেদে গেলে কোপানো হলো ছাত্রলীগ বলে

চট্টগ্রামে আবাসিক গ্যাসের সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করে আসছিল একটি চক্র। সেগুলো উচ্ছেদ করতে গেলে ছাত্রলীগ বলে কুপিয়ে কর্ণফুলী গ্যাসের ছয়জন কর্মচারীকে আহত করা হয়েছে। চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় ঘটনাটি গতকাল বুধবার ঘটলেও আজ বৃহস্পতিবার তা জানাজানি হয়।

আহত ব্যক্তিরা হলেন, ভিজিল্যান্স টিমের দায়িত্বরত কর্মকর্তা পলাশ সরকার, টেকনিশিয়ান মো. মামুন, মো. মিজানসহ আরও তিনজন। এর মধ্যে মিজানকে রামদা দিয়ে কোপানো হয়েছে।

এদিকে গতকালের এই ঘটনার প্রতিবাদে ষোলশহর কর্ণফুলী গ্যাস প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে আজ মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্ণফুলী গ্যাসের হালিশহর টিম সূত্র জানায়, হালিশহরের নয়াবাজার কবির মেম্বারের এক নম্বর রোডের আবাসিক গ্রাহকের সংযোগ বাণিজ্যিক অর্থাৎ দোকানে ব্যবহার করে আসছিল একটি চক্র। পরিদর্শনের সময় আবাসিক খাতে অনুমোদিত তিনটি দ্বৈত চুলার স্থলে একটি দ্বৈত চুলা বাসাবাড়িতে, একটি ২৫ সিএফটি স্টার বার্নার এবং একটি দ্বৈত চুলায় দোকানের চা-নাশতা তৈরির কাজে ব্যবহার করতে দেখা যায়।

গ্যাস বিপণন নীতিমালা অনুযায়ী সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে উচ্ছেদ টিমের ওপর হামলা চালায় চক্রটি। ছাত্রলীগ বলে কুপিয়ে আহত করা হয় ছয়জনকে। এ ঘটনার প্রতিবাদে ষোলশহর কর্ণফুলী গ্যাসের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাসের উপ-ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী পলাশ সরকার আজকের পত্রিকাকে বলেন, আবাসিকের সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করছিল চক্রটি। উচ্ছেদে গেলে ছাত্রলীগ বলে কুপিয়ে আহত করা হয়। পরে সেনাবাহিনীর টিম গিয়ে তাদের উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *