রাজনীতি

আ.লীগের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ার নির্দেশ

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বন্যায় সিলেট অঞ্চলের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ফলে, বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি। একইসাথে সিলেট অঞ্চলের জনপ্রতিনিধিদেরকে পানিবন্দি মানুষকে সাধ্যমতো সহযোগীতার আহ্বানও জানান সেতুমন্ত্রী।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এই নির্দেশনা দেন তিনি।

আওয়ামী লীগ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে সৃষ্টি করে এ দেশের ক্ষতি করতে চেয়েছে। আওয়ামী লীগ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।

এদেশে যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে জানিয়ে কাদের আরও বলেন, আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাসহ ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার রাজধানীতে শোভাযাত্রা করবেন দলটির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *