ইনানীতে জাহাজ চলাচলের ইজারা দেয়ার পরিবেশ আন্দোলনের ক্ষোভ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দ্বিখণ্ডিত করে উখিয়ার ইনানী বিচে তৈরি করা জেটি অপসারণ না করে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের ইজারা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখা। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা বাপার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিমের সঞ্চালনায় সাংবাদিক এইচ এম এরশাদের সভাপতিত্বে শহরের ঘুনগাছতলা এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘মহামান্য হাইকোর্টে রিট পেন্ডিং থাকার পরও ইনানীর জেটি দিয়ে সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের বিজ্ঞপ্তি দেওয়া পরিবশের প্রতি অপরাধমূলক। এ জেটি নিয়ে ইতিমধ্যে মহামান্য হাইকোর্টে একটি রিট আছে। গত বছরের ১ সেপ্টেম্বর আদালতে শুনানি শেষে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব আশফাকুল ইসলাম (বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি) ও জনাব সোহরওর্দীর দ্বৈত বেঞ্চ, কেন এই জেটি উচ্ছেদের আদেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল নিশি জারি করে এবং তা চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। উক্ত রিটে সচিব বন ও পরিবেশ মন্ত্রণালয়, সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, মহা-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক কক্সবাজার ও উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর কক্সবাজারকে বিবাদি করা হয়।
পৃথিবীর অনেক দেশে এ রকম জেটি আছে, এ জেটি দিয়ে জাহাজ চলাচল করলে ক্ষতি কী এমন এমন প্রশ্নের জবাবে বাপার নেতারা জানান, ‘কক্সবাজারের দীর্ঘতম সৈকতের তলদেশে ভূগর্ভের যে কাঠামো তা আর কোন দেশের মত নয়। সমুদ্র বিজ্ঞানীদের মতে এটির তলদেশের কাঠামো হিমালয়ের পাদদেশের মত ধারাবাহিক থরে থরে সাজানো প্লেটের মতো। তাই এটির উপর আঘাত করেল নিচের কম্পনটা বেশি অংশজুড়ে প্রতিকম্পিত হয়ে ভাঙ্গনকে ত্বরান্বিত করবে। আমরা জেটি নির্মানের বিরোধিতা করেছি।’
এদিকে ইজারা বাতিল না করলে আগামী রোববার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে বক্তারা।
বাপার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন আহবায়ক মুক্তাদির জয়, গ্রীন ভয়েস জেলা কমিটির সভাপতি শহীদুল ইসলাম সাহেদ, সাধারন সম্পাদক জাবেদ আনোয়ার, জেলা বাপার এস এম রুবেল, জাহেদ হোসেন, শহর বাপার সভাপতি কফিল উদ্দিন, সংগঠনিক সম্পাদক উসেন থুয়েন যুব ইউনিয়ন কেন্দ্রীয় নেতা চৌধুরী জোসেন, যুগ্ম সম্পাদক কল্লোল দে, মাটিন টিন চৌধুরী, সহসভাপতি সাংবাদিক এম আর খোকন, জাফর আলম দিদার, স ম ইকবাল বাহার।