রাজনীতি

ইনু ৭ দিন, মেনন ৬ দিনের রিমান্ডে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একইদিনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে ৬ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হলে শুনানি শেষে তাদের রিমান্ডে পাঠানো হয়েছে।

রিমান্ড আবেদনে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়।

রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া পোশাককর্মী রুবেল হত্যা মামলায় শুনানি শেষে রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ আদেশ দেন।

অন্যদিকে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় হাসানুল হক ইনুর রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত।

সোমবার রাজধানীর উত্তরা থেকে ইনুকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় রাশেধ খান মেননকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *