ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জের শ্রীনগরে নিরব আহমেদ (১৭) এসএসসি পরীক্ষার্থী এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে পৃথক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন এলাকাবাসী।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালাশুর শ্রীনগর-দোহার সড়কে নিউ অক্সফোর্ড কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা। একই সময়ে ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও চৌধুরী বাড়ির সামনে শ্রীনগর-দোহার সড়কেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধকারীরা। পরে একই দাবিতে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি কামারগাঁও বাজার হয়ে শ্রীনগর-দোহার সড়ক প্রদক্ষিণ করে বালাশুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারগাঁও চৌধুরী বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে বখাটেদের ছুরিকাঘাতে মৃত্যু হয় নিরবের।