কক্সবাজার

উখিয়ায় বন বিভাগের অভিযান: মাটি ভর্তি ডাম্পার গাড়ি জব্দ

উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে। শনিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলম থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ ও দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানসহ বনকর্মীরা অভিযানে অংশ নেন।

থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, সংঘবদ্ধ একটি চক্র সরকারি আইন অমান্য করে পাহাড়ের মাটি কেটে ডাম্পার যোগে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। এ বিষয়ে বন ও পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *