ঋণখেলাপি ২ দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রামে ঋণখেলাপি দুই দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১ জুলাই) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
পরোয়ানাভুক্ত দুই দম্পতি হলেন, মেসার্স এম. এ. অটোমোবাইলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন ও তার স্ত্রী জুনুফার রায়হান এবং নিশাত শিপিং সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর উল্লাহ ও তার স্ত্রী ফাতেমা জাফর।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত তাদের সবাইকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন।
জানা গেছে, নগরীতে যমুনা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে মেসার্স এম এস অটোমোবাইলসের নেওয়া ৬ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৮৩৫ টাকা আদায়ে ২০১৭ সালে অর্থঋণ মামলাটি হয়। বর্তমানে এটি সুদ-আসলে ১১ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৬৬৯ টাকায় দাঁড়িয়েছে। এ মামলার দুই আসামি মহিউদ্দিন ও তার স্ত্রী জুনুফার রায়হান নগরের পূর্ব নাসিরাবাদ হাউজিং সোসাইটি আবাসিক এলাকার বাসিন্দা।
এদিকে ২০১৭ সালে সাউথ ইস্ট ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ১৩ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৩৫০ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ২০১৯ সালে নিশাত শিপিং সার্ভিস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অর্থঋণের মামলা হয়। এ মামলায় সুদ-আসলে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ১৬ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৯০৯ টাকা। ২০২১ সালে ১৪ ডিসেম্বর তাদের ৯ কিস্তিতে পরিশোধের সুযোগ দেয় ব্যাংক। তবে বিপুল পরিমাণ টাকা এখনো আদায় করেননি তারা।
নিশাত শিপিং সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর উল্লাহ ও তার স্ত্রী ফাতেমা জাফর নগরের মেহেদিবাগ এলাকার বাসিন্দা।