এইচএসসি : দ্বিতীয় পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত ৯২৮, বহিষ্কার ২
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রামে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯২৮ পরীক্ষার্থী। যা সংখ্যায় এক শতাংশ। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চট্টগ্রাম ও খাগড়াছড়ির দুটি কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে— চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৫টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯২ হাজার ২১৬ জন। এর মধ্যে চট্টগ্রামের ৬৯টি কেন্দ্রে ৬৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৭ হাজার ৭১৭ জন। অনুপস্থিত ছিল ৬১১ জন। কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ হাজার ৫৪১ জন এবং অনুপস্থিত ছিল ১৪৩ জন। রাঙামাটি জেলায় ১০টি কেন্দ্রে ৪ হাজার ৬৩৮ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৫৮২ জন। অনুপস্থিত ছিল ৫৬ জন পরীক্ষার্থী। একইভাবে খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ২৯৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ২৫০ জন এবং অনুপস্থিত ছিল ৪৯ জন। বান্দরবান জেলায় ৮টি কেন্দ্রে ৩ হাজার ১৯৫ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ১২৬ জন এবং অনুপস্থিত ছিল ৬৯ জন পরীক্ষার্থী।