অন্যান্যচট্টগ্রাম

এটিএম কার্ড চুরি করে ৬০ হাজার টাকা তুলে নিলো চোর

চট্টগ্রামে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক চোরকে শনাক্ত করে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার ডেবারপাড় এলাকা থেকে মো. বদিউজ্জামান বুলবুল (২৩) নামে ওই চোরকে গ্রেফতার করা হয়। এসময় চুরি করা ৬০ হাজার টাকাও উদ্ধার হয়েছে।

গ্রেফতার বদিউজ্জামান বুলবুল দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নবীপুর হাজীপাড়া গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে। তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।

পুলিশ জানিয়েছে, সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি বায়েজিদ এলাকায় বসবাস করেন। ১৩ ডিসেম্বর বিকেলে এটিএম কার্ড দিয়ে বুথ থেকে টাকা তোলেন। এরপর কার্ডটি নিজের মানিব্যাগে সংরক্ষণ করেন। কিন্তু ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২ মিনিট, ৭টা ৩ মিনিট এবং ৭টা ৫ মিনিটে সিরাজুল ইসলামের মোবাইলে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের তিনটি এসএমএস আসে। এসময় ভিকটিম দেখেন মানিব্যাগে তার এটিএম কার্ড নেই। তিনি কার্ডটি খুঁজে না পেয়ে বায়েজিদ থানার শরণাপন্ন হন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত মো. বদিউজ্জামান বুলবুলকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ডেবারপাড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ভিকটিমের পূর্বপরিচিত। সিরাজুল ইসলাম এটিএম কার্ডের পাসওয়ার্ড মোবাইলে লিখে রাখতেন। আসামি সেখান থেকে পাসওয়ার্ড জেনে তার অগোচরে মানিব্যাগ থেকে এটিএম কার্ডটি চুরি করে। পরে সুবিধামতো গিয়ে বুথ থেকে টাকা তুলে নেয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *