কাপ্তাইয়ে ছাগল ও রিক্সা পেল জেলারা
পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাপ্তাই উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কাপ্তাই উপজেলার ৬ জন জেলের মাঝে ২৪টি ছাগল এবং ৫ জন জেলের মাঝে ৫টি রিক্সা ভ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ ছাগল ও রিক্সা ভ্যান বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এবং প্রকল্পের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম।