কুতুবদিয়ায় লবণ চাষিবেশে আসামি ধরল পুলিশ
কুতুবদিয়ায় ছদ্মবেশে যৌতুক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামির নাম মো. একরাম। সে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার বাসিন্দা মো. শাহ আলমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, যৌতুক মামলার এ আসামি মাঝেমধ্যে গোপনে বাড়িতে এসে লবণ মাঠে কাজ করে আবার আত্নগোপনে চলে যেতেন। ১২ নভেম্বর রোববার গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২ টার দিকে অভিযান চালিয়ে জহির আলী সিকদার পাড়া লবণের মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্ত্রী দায়ের করা সিআর ৩২৬/২৩ মামলায় পলাতক ফিলেন একরাম। তাকে ধরতে লুঙ্গি, গেঞ্জি, গামছা পরে লবণ চাষিবেশে লবণ মাঠ থেকে কুতুবদিয়ার থানার উপ-পরিদর্শক সুজন দাশ, এএসআই বিপ্লব বড়ুয়া ও রাশেদ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।