কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়া
কেবিনে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৮ই জুলাই) ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘অসুস্থ বোধ করায় ভোর সোয়া চারটার দিকে ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন কেবিনে চিকিৎসাধীন আছেন।’
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে আছেন।
উল্লেখ্য,গতবছরের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।