চট্টগ্রাম

কোরবানি শুরুর ৭ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা চসিকের

এবার কোরবানি শুরুর সাত ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এরইমধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে চসিক।

সিটি মেয়র এম রেজাউল করিম জানান, কোরবানির বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিশেষ সুনাম রয়েছে। অন্যান্যবার আট ঘণ্টার মধ্যে এই বর্জ্য অপসারণ করা হলেও এবার সাত ঘণ্টার মধ্যে বর্জ্যমুক্ত শহরের জন্য প্রস্তুতি চলছে। নগরীকে চারটি আলাদা জোনে ভাগ করে সকাল দশটা থেকে বর্জ্য অপসারণ শুরু হবে।

মেয়র আরও জানান, করপোরেশনের ৪ হাজার শ্রমিক বর্জ্য অপসারণে কাজ করবে।  ব্যবহার করা হবে ছোট বড় চার শতাধিক গাড়ি। পশু জবাই করা স্থানে ২০ টন ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। বর্জ্য অপসারণের বিষয়টি তদারকি করতে চারটি আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হচ্ছে। যেখানে খবর জানালে সাথে সাথেই বর্জ্য অপসারণ করা হবে বলেও উল্লেখ করেছেন মেয়র।

এ ছাড়া নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার আহবান জানিয়েছেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *