রাজনীতি

ক্রিকেটার টু সাংবাদিক, লীগের মনোনয়ন চান সিনে তারকারাও

আওয়ামী লীগের মনোনয়ন চান সবাই। অভিনেত্রী ক্রিকেটার, সাংবাদিক বাদ পড়েননি সিনে তারাকারাও। অনেকেই মনে করছেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলেই জয় অনেকটা নিশ্চিত। মনোনয়ন পেতে চিত্রতারকা, ক্রিকেটার, দলের সরাসরি কোনো পদ নেই, এমন ব্যক্তিরাও আওয়ামী লীগে ভিড়ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতিমধ্যে দলের ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি পাওয়া আইনজীবী সায়েদুল হক ওরফে সুমন, সাংবাদিক নঈম নিজামসহ অনেকেই।

গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, আগামী দুই দিনে আরও অনেক চিত্রতারকা দলীয় ফরম সংগ্রহ করার বিষয়ে যোগাযোগ করছেন। সরাসরি আওয়ামী লীগের কোনো পদে নেই, এমন অনেক ব্যক্তি ও ব্যবসায়ীও মনোনয়ন পেতে তৎপর। ইতিমধ্যে আগ্রহী ব্যক্তিদের নামের তালিকায় চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক আলমগীর, অভিনেতা সিদ্দিকুর রহমান, চিত্রনায়িকা অপু বিশ্বাসের নাম শোনা যাচ্ছে। তবে তারকা ও হঠাৎ করে আগ্রহ দেখানো ব্যক্তিদের মধ্যে সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই সাকিব আল হাসান মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। তবে তিনি নিজে নন, প্রতিনিধির মাধ্যমে ফরম কেনেন। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, বিএনপি নির্বাচনে অংশ নেবে না—এমন ধারণা থেকে দলীয় ফরম কেনার ক্ষেত্রে উৎসাহ বেশি দেখা যাচ্ছে। কারণ, আগ্রহীদের অনেকেই মনে করছেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলেই জয় অনেকটা নিশ্চিত। এছাড়া আওয়ামী লীগ এবার অনেক মন্ত্রী-সংসদ সদস্যকে বাদ দিতে পারে—এমন আলোচনা রয়েছে। এ জন্যও মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এবার বেশি। এর বাইরে অনেক উঠতি নেতা দলের শীর্ষস্থানীয় নেতাদের কাছে নিজের পরিচয় তুলে ধরার জন্যও মনোনয়নের আগ্রহ দেখাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *