আন্তর্জাতিক

খরচের লাগাম টানতে আফগানিস্তানে জনপ্রিয় হচ্ছে গণবিয়ে

খরচের লাগাম টানতে আফগানিস্তানে জনপ্রিয় হচ্ছে গণবিয়ের অনুষ্ঠান। সম্প্রতি সেখানে একই দিনে ৫০টি জুটির গণবিয়ের আয়োজন করা হয়। এ ধরনের বিয়েতে নতুন জুটিকে খরচের চাপ নিয়ে উদ্বিগ্ন হতে হয় না।

ফলে যাদের আয় কম তাদের কাছে ক্রমাগত এ ধরনের আয়োজন জনপ্রিয়তা পাচ্ছে।

সাধারণত বিয়ের আয়োজনে মোটামুটি ভালো অর্থই খরচ হয়ে যায়। কম আয়ের মানুষদের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে গেলে বেশ বিপাকে পড়তে হয়। কিন্তু সবারই শখ থাকে বিয়েতে কিছুটা আয়োজন করার।

সে কারণেই আফগান তরুণ-তরুণীরা এখন গণবিয়ের দিকেই ঝুঁকছেন। সম্প্রতি কাবুলে একটি দাতব্য সংস্থা গণবিয়ের আয়োজন করেছে। বিবাহিত জুটির নতুন জীবন শুরু করা উপলক্ষে তাদের একটি কার্পেট এবং গৃহস্থালীর জিনিসপত্রসহ বেশ কিছু উপহার দেওয়া হয়েছে।

২০২১ সালের আগস্টে তালেবান সরকার আসার পর থেকে গান-বাজনা নিষিদ্ধ করা হয়। এই গণবিয়েতেও কোনো গান-বাজনার আয়োজন ছিল না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়।

সূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *