খাগড়াছড়িতে গাড়িচাপায় চালক হত্যা, চিকিৎসক গ্রেপ্তার
খাগড়াছড়িতে গাড়ি চাপায় ইজিবাইক চালককে হত্যার ঘটনায় এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরা খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ।
সোমবার দিবাগত রাত ১২টায় পানছড়ি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পানছড়ি থানার পুলিশ।
পানছড়ি থানার ওসি মো. সফিউল আজম জানান, ‘গাড়িচাপায় ইজিবাইক চালক সুশান্ত চাকমাকে হত্যার ঘটনায় সড়ক আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর তাকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, সোমবার বিকেলে জেলার পানছড়ির পোড়াবাড়ী এলাকায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ রাজেন্দ্র ত্রিপুরার প্রাইভেট কারের ধাক্কায় সুশান্ত চাকমা (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়। নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে পানছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে আসে। তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর ক্ষুদ্ধ এলাকাবাসী হাসপাতালটি ঘেরাও এবং চিকিৎসকের গ্রেফতারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিকিৎসকের বিরুদ্ধে প্রায়শ মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ এনেছে অনেকে। তবে মদ্যপান করে গাড়ি চালানোর বিষয়ে কিছুই জানেন না বলে জানান খাগড়াছড়ির সিভিল সার্জন মো. ছাবের।