আন্তর্জাতিক

গাজায় গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের আদেশ আজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সামরিক তৎপরতাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে চলেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অনুরোধের ভিত্তিতে শুক্রবার (২৬ জানুয়ারি) এই আদেশ ঘোষণা করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাতিসংঘের বিচারকরা ইসরায়েলের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার অনুরোধের ওপর রায় দেবেন। মূলত ইহুদিবাদী এই দেশটি গাজায় সামরিক অভিযানের নামে রাষ্ট্র পরিচালিত গণহত্যার দায়ে বিশ্ব আদালতে অভিযুক্ত হয়েছে।

দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের কাছে ৯টি আবেদন জানিয়েছে। এছাড়া গাজায় অবিলম্বে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের পাশাপাশি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা সরবরাহের পথ স্বাভাবিক রাখতে ইসরায়েলকে নির্দেশ দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। এর আগে গাজায় আগ্রাসন আর গণহত্যার অভিযোগে ইসরায়েলকে জবাবদিহি করতে গত বছরের শেষের দিকে আইসিজেতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুতে আদালতে মামলাটির দুই দিনের শুনানি হয়।

শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ করা হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয়। এছাড়া, জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষার তাগিদও দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকা দুই সপ্তাহ আগে অভিযোগ করে, ইসরায়েলের আকাশ ও স্থল আক্রমণের লক্ষ্য গাজার ‘জনসংখ্যাকে ধ্বংস’ করা। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা আন্তর্জাতিক আইনকে সম্মান করে এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখে।

রয়টার্স বলছে, দ্য হেগের স্থানীয় সময় দুপুর ১টায় ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কি না সেই ইস্যুতে সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *