আন্তর্জাতিক

গাজা থেকে ইসরায়েলের এক চতুর্থাংশ সৈন্য প্রত্যাহার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধরত ইসরায়েলের চার ডিভিশনের মধ্যে এক ডিভিশনের সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৬ নং ডিভিশনের সেনাদের ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে। এরফলে গাজায় যুদ্ধ করার জন্য তিনটি ডিভিশন রয়ে গেছে।

গত দুই মাস ধরে দখলদার ইসরায়েলের ৩৬ নং ডিভিশন গাজার উত্তরাঞ্চলে বর্বরতা চালিয়েছে। তাদের দাবি, এই ডিভিশনের সেনারা উত্তরাঞ্চলে হামাসকে পুরোপুরি নির্মূল করেছে। যদিও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার এক সদস্য জানিয়েছেন, হামাসকে নির্মূল করা থেকে অনেক দূরে রয়েছেন তারা।

গাজার উত্তরাঞ্চলে ৩৯ নং ডিভিশন ছাড়াও ১৬২ নং ডিভিশনও যুদ্ধ করেছে। এখন এই ডিভিশনের সেনারা উত্তরাঞ্চলে কথিত ক্লিনআপ অপারেশন চালাবে। এছাড়া হামাসের অবকাঠামো খুঁজে বের করা এবং সেগুলো ধ্বংস করা ও হামাসের যোদ্ধাদের খুঁজে বের করে হত্যা অথবা আটক করবে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর ৯৯ নং ডিভিশন গাজার মধ্যাঞ্চলে মোতায়েন রয়েছে। অপরদিকে দক্ষিণাঞ্চলের খান ইউনিসে রয়েছে ৯৮ নং ডিভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *