গোপাল কৃষ্ণ মুহুরী হত্যাকাণ্ডের ২২ বছর
চট্টগ্রাম: গোপাল কৃষ্ণ মুহুরী হত্যাকাণ্ডের ২২ বছর আজ।২০০১ সালের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান সড়কের বাসায় ঢুকে গোপাল কৃষ্ণ মুহুরীকে হত্যা করে অস্ত্রধারী দুর্বৃত্তরা।মা বলে- বাবার মাথার খুলি উড়ে যাওয়ার আগে শেষ লাইনটা ছিল ‘আমি একজন প্রিন্সিপাল, আমি মিথ্যা কথা বলি না’। আমাদের বাবার মৃত্যুর দৃশ্য খুব ভয়ংকর।
তাঁর মৃত্যুবার্ষিকীতে এভাবেই স্মৃতিচারণ করলেন প্রবাসী মেয়ে সুদীপ্তা মুহুরী।চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ২০০৩ সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ৬ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার আসামিকে মৃত্যুদণ্ড দেন। কলেজে শিবির নিষিদ্ধ করাকে কেন্দ্র করে তাঁকে খুন করা হয় বলে আসামিরা জবানবন্দিতে জানিয়েছিল।
আসামিরা হলো- নাসির প্রকাশ গিট্টু নাসির, মোহাম্মদ আজম, আলমগীর ও তছলিম উদ্দিন প্রকাশ মন্টু। এছাড়া মহিউদ্দিনসহ চারজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত গিট্টু নাসির ২০০৫ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়। মারা যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল প্রকাশ ছোট সাইফুল।
ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০০৬ সালের জুলাইয়ে হাইকোর্ট এর রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহাজাহান ও ছোট সাইফুল খালাস পায়। এরপর মৃত্যুদণ্ডের আসামি আলমগীর খালাস চেয়ে আপিল বিভাগে আপিল করে এবং তছলিম উদ্দিন প্রকাশ মন্টু ও মোহাম্মদ আজম জেল আপিল করে। ২০২০ সালে আপিল বিভাগ তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।
শিবির ক্যাডার নাছিরের ছোট ভাই আসামি মহিউদ্দিন ২০০৩ সালে দুবাইয়ে পালিয়ে যায়। ২০২১ সালের অক্টোবরে দেশে ফিরে আসে। করোনাকালে আবারও দুবাই চলে যাওয়ার চেষ্টাকালে ২০২২ সালের ২৩ জানুয়ারি তাকে নগরের পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৭। সংশ্লিষ্ট থানা ও আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা একটি সিএনজি অটোরিকশা নিয়ে জামালখান লিচুবাগানের গলিতে এসেছিল এ হত্যাকাণ্ড ঘটাতে। তাদের হাতে ছিল ভারী অস্ত্রশস্ত্র। হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিবৃতি দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বাসায় গোপাল কৃষ্ণ মুহুরীর স্ত্রী ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ছুটে এসেছিলেন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন সাজেদা চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, মহিউদ্দিন চৌধুরী ও কয়েকজন সংসদ সদস্য।
গোপাল কৃষ্ণ মুহুরীকে হত্যার এতগুলো বছর পরও কারাগারে থাকা আসামিদের আস্ফালন দেখে কষ্ট পান পরিবার। রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা স্ত্রী উমা মুহুরী বলেন, ‘যার এ রকম হয়েছে, যারা প্রিয়জন হারিয়েছে, তারাই কেবল জানে কষ্ট কী