চট্টগ্রাম

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীর যাবজ্জীবন

চট্টগ্রামে মাদকের একটি মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সরওয়ার আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার মনোরঞ্জন ধরের স্ত্রী ভারতী ধর ও একই থানার রামু চা-বাগান এলাকার নিতাই ধরের স্ত্রী পটরানী ধর (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট ওজন স্কেল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় ঢাকামুখী তিশা প্লাটিনাম যাত্রীবাহী বাসের গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের ভেতরে থাকা দুই নারী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাথে থাকা শপিং ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকার অধিক।

দণ্ডের বিষয়টি নিশ্চিত করে জেলা পাবলিক প্রসিকিউটর ইফতেখার সাইমুল চৌধুরী সিভয়েস২৪-কে বলেন, দুই বছর আগে সীতাকুণ্ডে ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আদালত উভয় আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায়ের সময় আসামি ভারতী ধর উপস্থিত থাকলেও শুরু থেকেই পলাতক আছেন পটরানী ধর। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *