অন্যান্যচট্টগ্রাম

চট্টগ্রামে শীতের কাপড়ের ব্যবসায় ঠান্ডাভাব

চট্টগ্রামে ভোররাতে শীত পড়ছে। সন্ধ্যার পর গ্রামের মানুষ গরম কাপড় গায়ে দিচ্ছেন। এসময়ে গরম কাপড়ের ব্যবসা গরম চললেও এবার তার বিপরীত। মার্কেট, ফুটপাত যেখানেই বলেন ক্রেতা নেই বললেই চলে। একরকম গরম কাপড়ের ব্যবসা ঠান্ডা চলছে বলে জানালেন অধিকাংশ ব্যবসায়ীরা। এতে তাঁরা আর্থিক ক্ষতিকর সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন।

হরতাল-অবরোধের কারণে চট্টগ্রামে শীতের গরম পোশাকের ব্যবসা এবার খুব বেশি জমেনি। শপিং মল বা বিপণিবিতানে খুচরা পর্যায়েও তেমন বেচাকেনা হচ্ছে না। তবে ফুটপাতে শীতের পোশাকের দোকানে কিছুটা ভিড় দেখা গেলেও ব্যবসায়ীরা বলছেন, এবারে ব্যবসা মন্দ চলছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার, হকার মার্কেট, লালদীঘির মহল মার্কেট, আগ্রাবাদের বেশ কয়েকটি মার্কেটে এবং ইপিজেড এলাকায় শীতের গরম কাপড়ের পাইকারি বাজার রয়েছে। ইপিজেড ও অলঙ্কার মোড় ও হালিশহর শিল্প এলাকায় পোশাকপল্লিতে দেড় শতাধিক শপিংমল আছে। ছোট ও মাঝারি আকারের পোশাক কারখানাসহ সেখানে আছে কয়েক শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। শীত মৌসুমে এ এলাকার বেশির ভাগ দোকানে তৈরি পোশাকের পাশাপাশি ওঠে শীতের গরম কাপড়।
কিন্তু এবার এসব ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা এখনো
সেভাবে জমেনি।

আরো পড়ুনঃ কোচিংয়ে গিয়ে চট্টগ্রামের শিশুর করুণ মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *