চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসা: অনিয়ম তদন্তে শনিবার আসছেন এলজিডি মহাপরিচালক

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওয়াসার অনিয়ম তদন্তে চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের আওয়াতাভূক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর (শনিবার) তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

গত কয়েকদিন ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সাধারণ গ্রাহকসহ বিভিন্ন সংগঠন।

আন্দোলন করলেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় তিনি। এ নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন বক্তব্য দেন এমডি। যেখানে তিনি বলেন, সরকার তাকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *