চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান সড়কে ৮ ঘণ্টা পর বাস চলাচল শুরু
চট্টগ্রাম থেকে বান্দরবান ও কক্সবাজার রুটে বাস চলাচল আজ সকাল ৬টা থেকে প্রায় ৮ ঘণ্টা বন্ধ ছিল। এক বাসচালককে মারধরের প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা এই কর্মসূচি শুরু করেন। বেলা ২টার দিকে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলামের আশ্বাসে বাস চলাচল আবার শুরু হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, আলী আজগর নামের এক চালককে মারধরের ঘটনায় পরিবহনশ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছিলেন। পরে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান করা হয়।
এর আগে সকাল থেকে শাহ আমানত সেতু এলাকায় বান্দরবান ও কক্সবাজারগামী বাসগুলো সড়কের পাশে অলস পড়ে ছিল। চালক ও সহকারীরা সড়কে বিক্ষোভ করছিলেন।
বাসচালক মো. আলী আজগর অভিযোগ করেন যে, তিনি চাঁদাবাজির প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। তিনি আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছাকে এই ঘটনার জন্য দায়ী করেছেন।
বাস চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হন। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে বা অটোরিকশায় গন্তব্যে যান।
বাস চলাচল শুরু হলেও এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ মুছার বক্তব্য পাওয়া যায়নি।