চট্টগ্রাম

চট্টগ্রাম চেম্বার থেকে তরফদার রুহুল আমিনের পদত্যাগ

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সিনিয়র সহসভাপতি পদ ত্যাগ করেছেন তরফদার মো. রুহুল আমিন। তিনি চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ বরাবর পদত্যাগপত্র পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন চেম্বারের সচিব প্রকৌশলী মো. ফারুক।

তরফদার মো. রুহুল আমিন গত বছরের ৮ আগস্ট চেম্বারের সিনিয়র সহসভাপতির দায়িত্ব নিয়েছিলেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি মনে করি, সিসিসিআই ব্যবসাক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারেনি এবং ব্যবসায়ী মহলের প্রত্যাশা পূরণ করতে পারেনি। একইভাবে আমিও ব্যক্তিগতভাবে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি, যেভাবে আমি চেয়েছিলাম। দেশে বর্তমান পরিবর্তিত পরিস্থিতি ও চলমান বন্যায় ব্যবসায়ী মহলের জন্য যেভাবে কাজ করা দরকার, সেভাবে আমার জায়গা থেকে কাজ করতে পারিনি বলে মনে করছি। এসব বিষয় বিবেচনায় আমার বর্তমান পদ থেকে আমার সরে দাঁড়ানো উচিত বলে মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *