চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে প্রক্টরিয়াল বডিসহ তিন হল প্রভোস্টের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিসহ তিন আবাসিক হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগষ্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা তিন হল প্রভোস্ট হলেন- আলাওল হলের সৃজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের আলী আরশাদ এবং সোহরাওয়ার্দী হলের শেখ সাদি।

শুক্রবার (৯ আগষ্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চবির সমন্বয়করা উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও হলের প্রভোস্টদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় নীরব ভূমিকা পালন করেছে চবি প্রশাসন। এছাড়া বন্ধ হলে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করলেও হল কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

পরে বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস ও উপাচার্যের কার্যালয়ে তালা দেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *