চট্টগ্রাম

চবির হল সংলগ্ন পাহাড়ে অভিযান, ৪ রামদা উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন হল সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে ৪টি রামদা উদ্ধার করেছে চবি নিরাপত্তা দপ্তর।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, সোহরাওয়ার্দী হল, আলাওল হল, আবদুর রব হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পাহাড়ে এই অভিযান পরিচালিত হয়।

চবি নিরাপত্তা দপ্তরের প্রধান গোলাম কিবরিয়া জানান, উপাচার্যের নির্দেশে এই অভিযান চালানো হয়। এ এফ রহমান হলের পশ্চিম পাহাড় থেকে একটি রামদা ও দুইটি রড এবং সোহরাওয়ার্দী হলের খেলার মাঠ সংলগ্ন পাহাড় থেকে তিনটি রামদা ও রড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার অন্যান্য হলগুলোতেও অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *