ছাত্র-জনতার তোপের মুখে চট্টগ্রামের ডিসি, অপসারণ ও শাস্তি দাবি
চট্টগ্রামে ছাত্র-জনতার তোপের মুখে পড়লেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তারা ডিসি ফখরুজ্জামানকে উদ্দেশ্য করে ‘স্বৈরাচারের দোসর’ ‘হাসিনা সরকারের দালাল’ ‘গণহত্যার সহযোগী’— এরকম বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা অবিলম্বে ডিসির অপসারণ ও শাস্তি দাবি করেন।
শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক বৈঠক শেষে এ ঘটনা ঘটে। ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক সেখানে অবস্থান করছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার সাইফুল ইসলামও সেখানে ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামে আসার আগে সাবেক মুখ্যসচিব আহমেদ কায়কাউসের একান্ত সচিব ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত সরকারের ঘনিষ্ঠ যেসব জেলা প্রশাসক এখনো স্বপদে বহাল রয়েছেন, ফখরুজ্জামান তাদের অন্যতম।
এর আগে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে অবিলম্বে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে বরখাস্ত করার দাবি জানান।
এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে স্বৈরাচারের দোসর হিসেবে উল্লেখ করে গত ৪ আগস্ট শেখ হাসিনার পতনের দুই দিন আগে শান্তি কমিটি গঠনের মাধ্যমে দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে কঠোর হস্তে দমন করার নির্দেশদাতা হিসেবে তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
ওই বিবৃতিতে স্বাক্ষর করেন— বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হাসান আরিফ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার সভাপতি আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আলাউদ্দিন ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ।