চট্টগ্রাম

জাহাজভাঙ্গা শ্রমিকদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুর দাবি

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র শীপ ব্রেকিং শাখার উদ্যোগে গত রোববার সীতাকুন্ডের কদমরসুলস্থ বিলস–ডিটিডিএ ওশ সেন্টারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিকনেতা মানিক মন্ডলের সভাপতিত্বে এবং মোহাম্মদ সবুজ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি তপন দত্ত। বক্তব্য রাখেন ফজলুল কবির মিন্টু, মো. হানিফ, মোহাম্মদ সবুজ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, জাহাজভাঙা শ্রমিকদের জন্য ২০১৮ সালে নিম্নতম মজুরি মাসিক ১৬ হাজার টাকা ঘোষণা করা হলেও দুর্ভাগ্যজনক কারনে তা আজও বাস্তবায়ন হয়নি। ইতিমধ্যে ৫ বছর পার হয়ে যাওয়ায় শ্রম আইন মোতাবেক উক্ত ঘোষিত মজুরিও পুনঃনির্ধারনের সময় পার হয়ে গেছে। সুতরাং বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে জাহাজভাঙ্গা শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষনা এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, শুধু নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা একমাত্র সমাধান নয় বরং একটি পরিবার চলার মত প্রয়োজনীয় নিত্য পন্য যাতে শ্রমিকেরা নিয়মিত পায় তা নিশ্চিতকল্পে জাহাজভাঙ্গা শ্রমিকদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

সভায় অন্যান্য নেতারা বলেন, জাহাজভাঙ্গা শিল্পকে টেকসই করতে হলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকদের জীবনধারণ উপযোগি মজুরি মাসিক ২০ হাজার টাকা ঘোষনার কোন বিকল্প নেই। তারা জাহাজভাঙ্গা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ উদ্যোগ নেয়ার জন্য সরকার এবং মালিক পক্ষের প্রতি আহবান জানান। সভায় জাহাজভাঙ্গা শ্রমিকদের আসন্ন ঈদুল ফিতরের বোনাস ২০ রমজানের মধ্যে প্রদানের জন্য দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *