টেকনাফ সীমান্তে অনুপ্রবেশকারী রোহিঙ্গা পুশব্যাক
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জের ধরে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি পরিবারের ৩ শিশুসহ ৫ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ৫ ফ্রেবুয়ারি দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের পুশব্যাক করে।
অনুপ্রবেশের চেষ্টাকারী মিয়ানমারের নাগরিকরা হলেন মংডু জেলার ভোগনী গ্রামের হোসেন আলীর ছেলে মো. রহমত উল্লাহ (৩০), তার স্ত্রী সাজেদা বেগম (২৫), ছেলে হায়াতুন নূর (৫), জোনাইদ (৩) ও মেয়ে আমাতুন নুর (১)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লে. কর্নেল মহিউদ্দীন আহমদ জানান, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে রোহিঙ্গার ১টি পরিবার অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।