রাজনীতি

ডিপ ফেইক ভিডিও ব্যবহার করে চাঁদাবাজি করা হচ্ছে: রিজভী

ডিপ ফেইক ভিডিও তৈরি করে বিএনপির নামে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুম মিটিংয়ে দেয়া বক্তব্য এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হচ্ছে

রোবাবার (১৭ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিলো সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুম মিটিংয়ে দেয়া বক্তব্য এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হচ্ছে। সেগুলোই, বিএনপির শুভানুধ্যায়ীদের কাছে পাঠিয়ে করা হচ্ছে চাঁদাবাজি। এটিকে লজ্জাজনক ও ঘৃণ্য কাজ হিসেবে উল্লেখ করেন রিজভী।

তিনি আরও বলেন, রাজনীতিতে বিরোধীমতের বিরুদ্ধে এটি ষড়যন্ত্রমূলক অপপ্রচারের জঘন্য উদাহরণ। রিজভী শঙ্কা প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন অপতৎপরতা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *