ঢাকা সহ সারাদেশে র্যাবের ৪৬০ টইল দল
বিএনপি-জামায়াতের হরতালের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ ১৬০টিসহ সারাদেশে র্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ সকালে রাজধানীতে একটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে আগুন দেওয়া হয়।পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুন নির্বাপণ করে।এদিকে, সকালে রাজধানীর কুড়িল ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এর আগে গতরাতে রাজধানীতে পাঁচটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যার পর থেকে রাত ১২টার মধ্যে রাজধানীর আগারগাঁও তালতলা, গুলিস্তানের কাপ্তানবাজার, ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মদপুরে পাঁচ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে শনিবার মধ্যরাতে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে থেমে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।