দেশজুড়ে

ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বন্যায় রেললাইন ডুবে এই পথে প্রায় দুদিন ট্রেন চলাচল বন্ধ ছিল।

শনিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, বেলা সোয়া ১১টায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে। সিডিউল অনুযায়ী বাকি ট্রেনও চলবে। এ/ছাড়া রাতে সিলেট থেকে একটি ট্রেন ঢাকার দিকে আসবে।’

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ৭১৭ নম্বর জয়ন্তিকা এক্সপ্রেস, ৭৭৩ নম্বর কালনী এক্সপ্রেস, ৭৩৯/৭৪০ উপবন এক্সপ্রেস এবং ১০ নম্বর সুরমা মেইল পরিচালনা করা হবে।

প্রবল পানির স্রোতের কারণে রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফেনীতে রেললাইন পানির নিচে থাকায় এখনও চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *