রাজনীতি

তিন আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মোট তিনটি আসনের জন্য বিশ্বসেরা এই অলরাউন্ডার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। এই তিন আসন হলো- মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০।

রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য বিজিএমইএ-র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

শনিবার থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ, চলবে মঙ্গলবার পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *