বিনোদন

তৃপ্তির পুরোনো ভিডিও ভাইরাল

হাতে গোনা কয়েকটি দৃশ্যে তিনি, কিন্তু তাতেও মাতিয়ে দিয়েছেন তৃপ্তি। ‘অ্যানিমেল’ সিনেমায় তৃপ্তিকে ‘জোয়া রিয়াজ’ নামের এক তরুণীর চরিত্রে দেখা গেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যের স্থিরচিত্র ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই থেকে তাঁকে নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০২১ সালে ফোর্বস এশিয়ার ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় জায়গা পেয়েছিলেন উত্তরাখন্ডের মেয়ে তৃপ্তি; যদিও এর আগে বলিউডে তৃপ্তির অভিষেকটা জমেনি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম সিনেমা ‘পোস্টার বয়’ ফ্লপ হয়েছিল। তবে নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তৃপ্তি। তবে সাম্প্রতিক সিনেমায় তাঁর অভিনয় বেশি সাড়া ফেলেছে সাধারণ দর্শকের মধ্যে। ‘অ্যানিমেল’-ঝড়ের মধ্যেই তৃপ্তি ব্যস্ত নতুন কাজ নিয়ে। তবে এসবের মধ্যেই ভাইরাল তাঁর পুরোনো ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও মূলত তারকা হওয়ার আগে করা। সেই সময় বেশি পরিচিতি ছিল না বলে ভাইরালও হয়নি, যেটি মূলত মানুষকে বিব্রত করে ভাইরাল হওয়ার জন্য করে থাকেন কনটেন্ট ক্রিয়েটররা।

তৃপ্তির এমন ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তাঘাটে প্রকাশ্যে গালাগাল করছেন পথচারীকে। রাস্তাঘাটে লোকজনকে ধরে ধরে এ-ও বলছেন, ‘পেছনে ঘুরে দেখছ কী? বাড়িতে মা-বোন নেই!’ আবার তিনি প্রকাশ্যে এ-ও বললেন, ‘আমার সম্পর্কে জড়ানো পছন্দ নয়। আর যারা এসব নিয়ে জ্ঞান দেয়, তাদেরও না।’ লাইফস্টাইল নিয়ে জ্ঞান দিতে গিয়ে তিনি এমন কিছু বললেন, যাতে চমকে যেতে হয়। এক তরুণীকে তৃপ্তি বলছেন, ‘তুমি কি সেক্স করেছ? চেষ্টা তো করো!’ এখানেই শেষ নয়; ভিডিওতে দেখা যাচ্ছে, নিজে খাচ্ছেন, কিন্তু প্রকাশ্যে যাঁরা খাওয়ার কথা বলছেন, তাঁদের নিয়ে নানা মন্তব্য করছেন!

‘অ্যানিমেল’ সিনেমায় তৃপ্তির অভিনয় নিয়ে বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘আমার মা-বাবা কিছুটা বিস্মিত হয়েছিলেন। তাঁরা বলেছিলেন, আমি যা করেছি, সিনেমায় তাঁরা আগে এমন কিছু দেখেননি। ওই দৃশ্য দেখার পর স্বাভাবিক হতেও তাঁদের সময় লেগেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *