কক্সবাজারচট্টগ্রাম

দাওয়াতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী

বিয়ে পাকাপোক্ত হয়েছে তিনমাস আগে। ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তরুণীর। হবু স্বামী ফরহাদ হোসাইনকে (২৫) নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান সুমাইয়া আক্তার (২০)। কে জানতো হবু স্বামীর সাথে ছিল সুমাইয়ার শেষ দেখা।

কক্সবাজারের পেকুয়ায় দাওয়াত খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ডাম্পার গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মারা যান সুমাইয়া। গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন ফরহাদ হোসাইন। তারা দুজনে মোটরসাইকেল করে মগনামা থেকে বাড়ি ফিরছিলেন।

শেখ হাসিনা বানৌজা মহাসড়কের পেকুয়া-মগনামা সীমান্ত সেতু কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মগনামামুখী বেপরোয়া গতির একটি ইটবোঝাই ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহত হন তারা।

ফরহাদ হোসাইনকে প্রথমে পেকুয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুমাইয়া আক্তারকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে। সুমাইয়া আক্তার একই পৌরসভার ভাঙারমুখ মৌলভীর ৯ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের মেয়ে।

আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি সাংবাদিক আলা উদ্দিন আলো বলেন, ঈদের পরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় মারা যান সুমাইয়া। ফরহাদের অবস্থাও ভালো নয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *