চট্টগ্রাম

নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদে একটি মাইক্রোবাসের ধাক্কায় দুলাল চন্দ্র দাশ (৬৪) নামে এক পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাতটার দিকে আগ্রাবাদের সিডিএ-১ নম্বর রোডের আগ্রাবাদ মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল চন্দ্র নগরের গোসাইলডাঙ্গা এলাকায় আখতার ভিলা নামে একটি বাসায় ভাড়ায় থাকতেন।

ডবলমুরিং থানার উপরিদর্শক (এসআই) কোহিনুর ইসলাম বলেন, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুলাল চন্দ্রকে চাপা দিলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতকগাড়িটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *