অক্সিজেন নাগরিক হাসপাতাল আগুন
নগরের অক্সিজেন এলাকার নাগরিক হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নাগরিক হাসপাতালের স্টোর রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কারণ এখানো জানা যায়নি।