অন্যান্যজাতীয়রাজনীতি

নির্বাচনে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি : ইসি

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি। তবে সময় বলে দিবে সব, এখনই সব বলা যাবে না।নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভোটের দিনও ভালো থাকবে। আর কে অবরোধ-হরতাল দিল সেটা দেখার সময় নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।তিনি বলেছেন,

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ৪ জেলার নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। আশা করছি নির্বাচনে পরিবেশ ভালো থাকবে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। আজকে একদিনের নোটিশে মাঠ প্রশাসনের সঙ্গে এই প্রস্তুতিমুলক সভাই বলে দেয় মাঠ প্রশাসনের সাথে ইসির সম্পর্ক কেমন।

বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, থানার ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন সীতাকুণ্ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *