নৌকার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো : ছাত্রলীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো এমন মন্তব্য করেছে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা। সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে মতবিনিময় সভা করেছে মহানগর ছাত্রলীগ।
কে সি দে রোডস্থ তাঁর অস্থায়ী কার্যালয়ে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু কন্যার বিশ্বস্ত আপনজন। দেশের প্রতিটি ক্রান্তিকালে এই সংগঠনের অবদান ইতিহাসে লেখা আছে। আগামী সংসদ নির্বাচনে ভোটারদের ঘরে ঘরে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের বাস্তবচিত্র তুলে ধরে চট্টগ্রামে নৌকার পালে আবারও বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে ছাত্রলীগ। ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করার যে নীল নকশা করেছিলো, ছাত্রলীগ সাহসের সাথে সেটা প্রতিহত করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি তালেব আলি, আ ফ ম সাইফুদ্দিন, একরামুল হক রাসেল, নাঈম রনি, নোমান চৌধুরী,মোঃ ওমর ফারুক ফররুখ আহাম্মেদ পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রণি, খোরশেদ আলম মানিক, আমির হামজা, সম্পাদক মন্ডলীর সদস্য আবু তারেক রণি, ওসমান গনি বাপ্পি,মিনহাজুল আবেদিন সানি,এম এ হালিম সিকদার মিতু, আব্দুল আহাদ,আবুল মনসুর টিটু,, মোহাম্মদ আলবিন নুর নাহিন, মোঃ বিন ফয়সাল,শফিকুল আলম পারভেজ,মোহাম্মদ আজমাইন অভীক, সহ সম্পাদক আব্দুল মান্নান রুবেল, মোঃ রেজাউল করিম রিটন,শুভ ঘোষ,নাবির আহমেদ লিটন,এম হাসান আলী,মোরশেদুর রহমান,নুরুল ইসলাম সুমন,হাবিবুর রহমান,সদস্য মোস্তাফা কামাল,মাহমুদুর রশিদ বাবু,শেখর দাশ,মোঃ ওয়াহিদুল আলম,জাকারিয়া হাবিব জাবির,মোশরাফুল হক চৌধুরী পাবেল, আরাফাত রুবেল, ইমাম উদ্দিন নয়ন, হাসান আলী, মোঃসালাউদ্দিন,ফরহাদ জামান চৌধুরী লিংকন,মোঃ মোহাইমিনুল ইসলাম রাহীম সহ ০৯ আসনের আওতাধীন থানা কলেজ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদক আহবায়ক যুগ্ন আহবায়করা উপস্থিত ছিলো।