চট্টগ্রাম

পটিয়ায় খাদ্য মজুদ রাখায় ৫ দোকানিকে জরিমানা

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় চারসহ নিত্যপণ্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মার্চ) সকালে পটিয়া পৌরসদরের কামাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ।

এ সময় তিনি বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিংসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেন। পটিয়া থানা পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ বলেন, `দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার পৌর এলাকার কামাল বাজারে চালের দোকানসহ ৫টি মুদির দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি, অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুদসহ আইন লংঘন করায় প্রাথমিকভাবে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *