‘পরমাণু বোমা থাকায় পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতেরֹ’
পরমাণু বোমা থাকায় পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের। একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন কংগ্রেস দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার।
সাক্ষাৎকারে কংগ্রেসের এই নেতা বলেন, ‘ওরাও (পাকিস্তান) একটি সার্বভৌম দেশ। ওদেরও (পাকিস্তান) মান-সম্মান আছে। সেই সম্মানটা বজায় রেখে আপনি ওদের সঙ্গে যত ইচ্ছা কড়া ভাষায় কথা বলুন। কিন্তু কথা তো বলুন। বন্দুক নিয়ে ঘুরছেন আপনি। তাতে কী সমাধানসূত্র মিলেছে? কিছু মেলেনি। সংঘাত বেড়ে যায়। আর কোনও পাগল যদি ওখানে চলে আসে, তাহলে কী হবে দেশের? ওদের কাছে পরমাণু বোমা আছে। আমাদের কাছেও আছে।’
মণিশঙ্কর বলেন, ‘কিন্তু কোনও পাগল যদি লাহোর স্টেশনে আমাদের (ভারত) হাতে থাকা বোমা ফেলে দেয়, তাহলে আট মিনিটের মধ্যে ওদের যে রেলওয়ে সিস্টেম আছে, তা অমৃতসরে পৌঁছে যাবে। (নিজেদের কাছে) এরকম বোমা রাখুন, যাতে ওদেরকে সেটা ব্যবহার করা থেকে বিরত রাখা যায়। কিন্তু ওদের সম্মান দিলে তবেই ওরা নিজেদের বোমার বিষয়ে ভাববে না। কিন্তু আপনি যদি ওদের ফিরিয়ে দেন এবং বাচ্চাদের মতো কথা বলেন, তাহলে কোনও পাগল এসে গেলে বোমা ফেলে দেবে। তখন দেশের কী হবে?’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের হত্যার হুমকি দেন। তিনি বলেন, ‘তারা (সন্ত্রাসী) যদি পাকিস্তানে পালিয়ে যায়, আমরা পাকিস্তানে ঢুকে তাদের মারব।’