আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনী ক্যাম্পে বোমা হামলায় নিহত ২২

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন দেশটির বেলুচিস্তান প্রদেশে প্রার্থীদের রাজনৈতিক কার্যালয়ে ২টি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

নির্বাচনের একদিন আগে এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে আহত হয়েছেন অর্ধশত মানুষ। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ ৭ ফেব্রুয়ারি বুধবার নির্বাচনের ঠিক আগের দিন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ২ জন প্রার্থীর কার্যালয়ের বাইরে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ জানায়, স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাক্কারের কার্যালয়ের বাইরে এই হামলা হয়। দুটি আসনে লড়ছেন এই প্রার্থী। তবে হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি। হতাহতদের বেশিরভাগই কাক্কারের অনুসারী নেতাকর্মী।

বিস্ফোরণের পরপরই সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সতর্কতা জারি করা হয় পুরো এলাকায়। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর সাথে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *