‘পাঠান ২’ নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ
পাঠান সিনেমায় দারুণ সাফল্যের পর এবার ‘পাঠান ২’ নিয়ে হাজির হতে যাচ্ছেন শাহরুখ খান ও আদিত্য চোপড়া। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও পিঙ্কভিলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
যেখানে বলা হয়েছে, চলতি বছরের শেষেই শুরু হবে ‘পাঠান ২’ সিনেমার শুটিং। এরই মধ্যে ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য সম্পন্ন হয়েছে। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি হবে এটি।
বলিউড সূত্রের খবর, ‘পাঠান ২’ সিনেমায় শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোন তো থাকছেনই, পাশাপাশি আলিয়া ভাটকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। এমনকি ‘টাইগার’-এর জোয়া অর্থাৎ ক্যাটরিনাকেও চিত্রনাট্যে জায়গা দেবেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।
খলনায়কের চরিত্রে এবার জন আব্রাহম নন, বরং আরও বড় চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। সব ঠিক থাকলে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে ছবির শুটিং।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় পাঠান। প্রায় ৪ বছর পর এই ছবি দিয়েই বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ। আয় করেন প্রায় ১০০০ কোটির বেশি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আসতে যাচ্ছে সিনেমার সিক্যুয়েল।